ফেনীতে গত ২৪ ঘন্টায় ৩৩ জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগের ৫৪ জনসহ পুরো জেলায় মোট ৮৭ জন বিদেশ ফেরত কোয়োরেন্টাইনে রয়েছে। তাদের সাথে কোয়োরেন্টাইনে রয়েছে তাদের পরিবারের ৩০৭ জন। মোট কোয়োরেন্টাইনে রয়েছেন ৩৯৪ জন।
ফেনী জেলা সিভিল সার্জন ডা: মোঃ সাজ্জাদ হোসেন জানান, কোয়ারেন্টাইনে থাকা কলকে নিবিড় পর্যবেক্ষনে রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ বিভাগ। কোয়ারেন্টাইনে থাকা লোকদের পর্যবেক্ষন করছেন স্বাস্থ বিভাগের স্বাস্থ্যকর্মী।
এর বাইরে জেলা প্রশাসন এবং স্থানীয় চেয়াম্যান মেম্বারদেরও দায়িত্ব দেয়া হয়েছে দেখা-শুনা করার জন্য।
সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে পর্যবেক্ষন করছেন। তবে কোয়ারেন্টাইনে থাকা লোকজনের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে তাদের পরিচয় গোফন করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসন থেকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনী ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ বেডসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেড করে ২৫ বেড মোট ১০৫ বেডের আইসোলেশন কর্নার করা হয়েছে।
অপরদিকে বিদেশ ফেরত কোন ব্যাক্তি যদি হোম কোয়ারেন্টাইনে না থাকে এবং থেকেও নিয়ম কানুন না মেনে চলে তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন জনস্বার্থে প্রবাসীরা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকা উচিৎ। তিনি জেলার সচেতন সমাজকে আহবান করেন, কোন বিদেশ ফেরত লোক যদি কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করে তাহলে যেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।